শেখ আরিফুল ইসলাম(আশা): সাতক্ষীরার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু হয়েছে। শনিবার সকালে নির্বাচনী সামগ্রী পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন, রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।

জেলার রিটার্নিং অফিসার এস.এম মোস্তফা কামাল জানান, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য আমরা নজির বিহিন নিরাপর্ত্তার বলয় তৈরি করেছি।
সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ১ হাজার ৫শ’ সেনাসদস্য ও ১৪ প্লাটুন বিজিবি সদস্য টহলে রয়েছেন। তিনি আরো জানান, জেলার ৪ টি সংসদীয় আসনের মোট ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ১০৭ টি সাধারন ও ৪৯০টি ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে, এ সব কেন্দ্রে ভোটারদের যথেষ্ঠ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রাসংঙ্গত : সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ১৫ লাখ ৬০ হাজার ২৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮১ হাজার ৫৪০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ৭৮ হাজার ৭১১ জন।

তথ্য- দৈনিক সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন