সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় গলায় ফাঁশ দিয়ে তৃতীয় লিঙ্গ (হিজরা) জয়া (৩০) নামের ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় অনেকেই তাকে সুন্দরী বলেই ডাকতো। শুক্রবার (২৪ এপ্রিল) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জয়া ঢাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার সন্তান।
স্থানীয়রা জানান, জয়া হিজরা ঝাউডাঙ্গা এলাকায় ২/৩ বছর পাথরঘাটা গ্রামের আব্দুস ছামাদের বাড়িতে ভাড়া থাকতো। প্রায় সাড়ে ১২ টার দিকে তার ঘরে দরজা খুলে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। ভিতর থেকে তালা বদ্ধ থাকায় পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এমনত অবস্থায় তাকে নামানোর কিছু সময় পর তার মৃত্যু হয়।

অপর এক সুত্রে জানা যায়, সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দুই জনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ কারনে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে।
পরে বিকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে যান। পরে বিস্তারিত জানাবেন।

সুত্র : দৈনিক সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন