সাতক্ষীরায় চাঁদাবাজি কালে অস্ত্রসহ তিন চাঁদাবাজ যৌথবাহিনীর হাতে আটক

দ্বারা zime
০ মন্তব্য 249 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজি কালে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও নগদ প্রায় চার হাজার টাকাসহ তিনজন চাঁদাবাজকে আটক করেছে। এব্যাপারে ভুক্তভুগী মো. আব্দুল অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় একটি এজহার দায়ের করেছেন।
শনিবার (৫ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের উত্তর রাজরবাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে রেজাউল ইসলাম খোকন (৪৫),মৃত কাসেম উদ্দীনের ছেলে মোম্মাহাদ আলী(৪০) ও মৃত খাইরুল ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম ওরফে ক্রস সাইফুল (৪৬)।
সাতক্ষীরা থানা পুলিশ সূত্র জানায়, শহরের সরকার পাড়ায় মৃত শেখ মমিন উদ্দীনের বাড়ীর ভাড়াটিয়া সাতক্ষীরার শ্যামনগর মো, আব্দুল অহিদ সরদারের
কাছে ৫,০০,০০০/-টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করায় তারা জোর করে ধরে সাইফুলের মুদি দোকানের সামনে নিয়ে আসে। সেখানে আসামীরা দেশীয় অস্ত্র, পিস্তল, চাকু দেখিয়ে চাঁদা দাবি করে। এসময় তার কাছ থেকে বাসাবাড়ির চাবি এবং কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। আর বাকি টাকা সন্ধ্যার মধ্যে দেওয়ার জন্য তাকে হুমকি দেয়।
সে সাতক্ষীরায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ করে। পরে রাত ৮ টায় দিকে অবশিষ্ট চার লক্ষ আটানব্বই হাজার টাকা নেওয়ার জন্য মোবাইল ফোনে সাইফুলের দোকানে আসতে বলে। এসময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা রেজাউল ইসলাম খোকন, মোহাম্মাদ আলী ও মো. সাইফুল ইসলাম ওরফে ক্রস সাইফুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে তিন হাজার আটশত নব্বই টাকা ও দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান উদ্ধার করে যৌথ বাহিনী।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের কাছে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন