সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 252 দর্শন

 

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে শহরের গণমুখী মাঠ থেকে র‌্যালি ও র‌্যালি পরবর্তী আলোচনা সভা, কেক কেটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, সদর থানা মহিলা দলের সভাপতি আনজু মনোয়ারা, সাধারণ সম্পাদক নাসিমা পারভীন, পৌর মহিলা দলে সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক জোহরা খাতুন রিক্তা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা খাতুন, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন