সাতক্ষীরায় জাতীয় উৎপাদন দিবস ২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মানে উৎপাদনশীলতা” এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎপাদনশীলতার উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর(উপসচিব) শাহ্ আবদুল সাদী, স্বাগত বক্তব্য রাখেন বিসিকের ব্যবস্থাপক গোলাম সাকলাইন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক কর্মকর্তা আনোয়ার উল্লাহ, নাসিবের সভাপতি জিএম নুরুল ইসলাম রনি, সোনালী ইঞ্জিনিয়ারী এন্ড ওয়ার্কসপের স্বত্ত্বাধীকারী আলহাজ্ব শাহাজান আলম, আব্দুল্লাহ ফুডের স্বত্ত্বাধিকারী এরশাদ আলী সহ বিসিকের সকল শিল্পের মালিক গন উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্নাঢ্য একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।