মীর আবুবকরঃ সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ পালিত হয়েছে। ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি বলেন, পরিসংখ্যান একটি দেশের সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিসংখ্যান ছাড়া কোন সঠিক তথ্য নির্ণয় করা সম্ভব নয়। জনসংখ্যা গণনা বা আদমশুমারি তথ্য সরবরাহ কারী অন্যতম প্রতিষ্ঠান পরিসংখ্যান বিভাগ। এটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে থাকেন। জেলায শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। দারিদ্র ও অতি দরিদ্র্য পরিবারের সংখ্যা কমেছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ইসলামী ফাউন্ডেশনের ডি ডি আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, ডাঃ জয়ন্ত সরকার, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদ খানম সহ বিভিন্ন কর্মকর্তা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিসংখ্যান অফিসের সহকারী পরিচালক বশির উদ্দিন।