♠♠♠♠
বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, ২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০১৮-এর উদ্বোধন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধে আত্মদান করা ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশে একযোগে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে।দেশে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন।এসময় জেলা প্রাইমারী শিক্ষা অফিসার, সদর উপজেলার প্রাইমারী শিক্ষা কর্মকর্তা,শিক্ষক প্রশিক্ষন কর্মকর্তা ও স্কুলের প্রধান শিক্ষক চায়না ব্যাণার্জী উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন নিজ হাতে গাছ রোপন করে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, ২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০১৮-এর উদ্বোধন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন