নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পিটিআই এ দিন ব্যাপি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন। জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ এ ৭৯ টি ইভেন্টে ৫শ’৫৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।

আগামী ২৩ ফেব্রুয়ারি অঞ্চল পর্যায়ে যশোর জেলা স্কুলে সাতক্ষীরা জেলার ৭৯ জন প্রথম স্থান অধিকারকারী অংশ নেবে। প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো, উপস্থিত অীভনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ক্বেরাত বাংলা তরজমা, শিশু সাহিত্য, ধারাবাহিক গল্পবলা, দেশাত্ববোধক সংগীতসহ ৭৯ টি ইভেন্ট রয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক।

সাতক্ষীরা জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, কণ্ঠ শিল্পী মনজুরুল হক, কণ্ঠ শিল্পী আবু আফফান রোজ বাবু, কণ্ঠ শিল্পী চৈতালী মুখার্জ্জী, কণ্ঠ শিল্পী শামিমা পারভিন রত্মা ও কণ্ঠ শিল্পী শহিদুল ইসলাম ।
আর তবলায় ছিলেন নয়ন হালদার।
সুত্রঃ ভয়েজ অফ সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন