মাহফিজুল আক্কাস : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, ইকবল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার মহিলা সদস্য শিমুন শামস্, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, জাতীয় রেফারী রফিকুল ইসলাম খান প্রমুখ।
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় সাতক্ষীরা পৌরসভা বনাম আশাশুনি উপজেলা দল। সাতক্ষীরা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় সাতক্ষীরা পৌরসভা বনাম আশাশুনি উপজেলা দল। খেলাটি গোলশূণ্য ড্র হওয়ায় টাইবেকারে আশাশুনি উপজেলা সাতক্ষীরা পৌরসভাকে ২-১ গোলে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্দ্ধ-১৭ এর টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভা আশাশুনি উপজেলা দলকে ৯-০ গোলে পরাজিত করে। বঙ্গমাতা ফুটবল খেলা পরিচালনা করেন রেফারী আঁখি, সহকারি ফারুক, রুহুল আমিন ও সুরভী এবং বঙ্গবন্ধু ফুটবল খেলার রেফারী ছিলেন কামরুজ্জামান বাবু, সহকারি ছিলেন রাজু, রুবেল ও সাইফুল। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।