মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব বর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশানের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। সাতক্ষীরায় মুজিব বর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভায় এমপি রবি তার বক্তব্যে বলেন, ‘২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম তারিখ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালিত হবে। সেই সাথে বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও পালন করা হবে। দেশের ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত এই মুজিব বর্ষ পালন করা হবে। মুজিব বর্ষ সরকারিভাবেও পালিত হবে। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে জন্মশত বার্ষিকী। বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। সাতক্ষীরাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে দেশবাসীকে জানান দিতে চায়। বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আধুনিক জ্ঞানসস্মত জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে মহাকাশে আজ বঙ্গবন্ধু স্যাটালাইট। ২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।’ সাতক্ষীরায় মুজিব বর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন