সাতক্ষীরা ডিবি পুলিশ  অভিযান চালিয়ে ১৩(তের) বোতল ভারতীয় তৈরী ফেনসিডিল সহ ০২(দুই) জনকে আটক করেছে। আটকৃতদের নাম আনারুল ইসলাম গাজী ও মোঃ হাবিবুর রহমান।আনারুল গাজী ভোমরা শাখরা কোমরপুরের নুর মোহাম্মদ গাজীর ছেলে আর হাবিবুর রহমান হাড়দ্দার মোশারাফ হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইয়াসিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির এসআই /মনিরুল ইসলাম, এএসআই/ ফজলুল করিম, কং/ আল মামুন ও কং/ মোহাম্মদ আলী কর্তৃক গতকাল  ০৯ ডিসেম্বর ২০২১ তারিখ ১৫.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন বৈচনা গ্রামস্থ পল্লী শ্রী স্কুল টু খাগড়া বাজার গামী পাকা রাস্তার উপর ভাগনা কুল কালভার্টের নিকট এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিল সহ দু জন কে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি ইয়াসিন আলম চৌধুরী জানান আটককৃতদের নামে সাতক্ষীরা থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তিনি আরও জানান আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন