সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি সহ আটক -০২

দ্বারা zime
০ মন্তব্য 123 দর্শন

 

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি সহ দু জন কে আটক করেছে।

রোববার (৬ এপ্রিল) দিনগত রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা ডিবি পুলিশের একটি দল সদরের ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের কে আটক করে । অভিযানে ২০ লিটার ভেজাল ঘি ও ২৬০ লিটার ভেজাল তরল দুধ জব্দ করে গোয়েন্দা পুলিশ। এছাড়া ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত কস্টিক সোডা, পামঅয়েল, সয়াবিন তেল, জেলী ও মেশিন জব্দ করে।

ডিবি পুলিশ জানায়,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর দিক-নির্দেশনায় ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যার তত্ত্বাবধানে এসআই রুবেল আহমেদ এর নেতৃত্বে  এসআই মিথুন, এএসআই শিমুল পারভেজ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করাহয়। এসময় ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ এসব বিষয় স্বীকার করেন।
তারা বলেন, ৫০০ গ্রাম পরিমাণ দুধে ও ৫০০ গ্রাম পামঅয়েল দেয় এ’ছাড়াও সয়াবিন তেল ও একধরণের জেলী কাচামাল হিবেবে ব্যাহার করি। প্রতিদিন ৩-৪শ লিটার দুধ ও আধা মন ঘি তৈরি হয়। দুধ পুরোটায় মিল্ক ভিটা’য় দেয়। ঘি বিভিন্ন বাজারে বিক্রি হয়।
কমল ঘোঘ বলেন, ছোট কাল থেকে দুধের ব্যবসায় করলেও ৫-৭ বছর যাবত এই ভেজাল কারবারে জড়েছেন সে।

এই বিষয়ে জেলা ডিবির ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা ঘটনাস্থল থেকে জানান, আশাশুনি থানা সীমান্ত এলাকা ও সাতক্ষীরা সদরের ফড়িং ইউনিয়নে বহুদিন ধরে দুগ্ধ জাতীয় ভেজাল পণ্য ঘি ও দুধ তৈরি করে আসছিলো অসাধু কারবারিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে আকষ্মিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল দুধ, ঘি সহ ভেজাল কাজে নিয়জিত থাকা কালে হাতেনাতে দুই সহোদর কমল ঘোষ ও দিলীপ ঘোষকে আটক করাহয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবির ওসি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন