সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ আটক -০১

দ্বারা zime
০ মন্তব্য 1479 দর্শন

 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ৫০০পিস  ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।আটককৃত যুবকের নাম ১। হাফিজুল ইসলাম (৪৪)। সে দেবহাটা বালিয়াডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনা মোতাবেক জেলা ডিবির ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যার  নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/রুবেল আহমেদ,এএসআই শিমুল পারভেজ ও সঙ্গীয় ফোর্স  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দেবহাটা থানাধীন বালিয়াডাঙ্গা দক্ষিনপাড়াস্থ জনৈক টুনুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ঐ যুবক কে ৫০০ পিস ইয়াবা সহ আটক করে ডিবি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যা জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেছে। ওসি ডিবি আরো জানান, আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন