সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও একটি বাজাজ কোম্পানির লাল রঙ্গের প্লাটিনা১০০ সিসির মোটরসাইকেল সহ ০৩ (তিন) জন আসামী আটক করেছে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজিব খানের তত্বাবধানে ডিবির ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে এসআই / মোঃ মুনিরুজ্জামান, এসআই/ মোঃ মনিরুল ইসলাম, এএস আই/ ফজলুল করিম, কং/ আল মামুন, কং/ মোহাম্মদ আলী ও কং/ জহির উদ্দিন বাবর কর্তৃক ইং ২৩.০৯.২০২১ তারিখ ০৭.৫০ ঘটিকায় মাদক ব্যবসায়ী ১/ মোঃ মফিজুল ইসলাম,পিতা- মোঃ আব্দুল মজিদ সরদার, সাং-ঘোনা(শ্রীডাঙ্গী), ২/ মোহাম্মদ ইলিয়াস সর্দার, পিতা-মোকলেস সদ্দার, সাং-হাড়দ্দাহ(ভোমরা) ৩/ শ্রী চৈতন্য দাস, পিতা-গোপীনাথ দাস, সাং-হাড়দ্দাহ, সর্বথানা ও জেলা- সাতক্ষীরাদেরকে সাতক্ষীরা থানাধীন আলিপুর (চাপাডাঙ্গা) মোঃ খোকন ইসলাম পিতাঃ মোশারফ মাস্টারের বাড়ির সামনে সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়ক এর পূর্বপাশ হইতে ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও ০১(এক)টি বাজাজ কোম্পানির লাল রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল সহ আটক করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, এই সংক্রান্তে সাতক্ষীরা থানায় মামলা রুজু করতঃ আসামীদের কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।