সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দ্বারা zime
০ মন্তব্য 158 দর্শন

 

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরায় পৌরসভাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় শহরের প্রাণসায়র খালের দুই ধারের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, প্যানেল মেয়র আনোয়ার হোসেন মিলন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে প্রাণসায়রের খাল ধার পরিস্কার-পরিচ্ছন্নের পাশাপাশি ফগার মেশিন দিয়ে ডেঙ্গু মশা নিধনে স্প্রে করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন