♠♠♠
নিজস্ব প্রতিবেদকঃ
আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করলো নবীনতম ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’।
সোমবার (৩০ জুলাই) বিকালে পত্রিকাটির কার্যালয় চত্বরে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রভাত সাতক্ষীরা সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর(উপসচিব) শাহ আব্দুল সাদী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈনুদ্দীন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারী।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, মনিরুল ইসলাম মিনি, মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-স্বেচ্ছাসেবী-পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সুপ্রভাত সাতক্ষীরা কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাতে আসেন।এর আগে অতিথিবৃন্দ পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।
প্রসঙ্গত, উদ্বোধনী দিনে সুপ্রভাত সাতক্ষীরা ১৬ পৃষ্ঠার বিশেষ সংখ্যা বের করেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন