নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে নবম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলনু ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইলিয়াস হোসেন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান।

সাতক্ষীরা পৌরসভা দল ও শ্যামনগর উপজেলা দলের মধ্যকার নবম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় সাতক্ষীরা পৌরসভা দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

এরপর দ্বিতীয়ার্ধের ঠিক ২৫ মিনিটে শ্যামনগর উপজেলা দলের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপ্রজিৎ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হন।

পরে কোনো দলই আর গোল করতে পারেনি। এতে ১-১ গোলে ড্র হয় উদ্বোধনী ম্যাচ।

সূত্রঃ(দৈনিক সাতক্ষীরা ডটকম)





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন