২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজন এবং ট্রান্সপারোন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, তথ্য মেলা, আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে মিলিত হয়। এ সময় বেলুন উড়িয়ে ২ দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সভাপতি মোঃ আবুল বাশার (পলটু)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন