♣♣♣♣
নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককার্স-এর কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার লঙ্ঘনজর্নিত বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় গত ২৯ আগষ্ট সাতক্ষীরা জেলা শহর থেকে নিখোঁজ হওয়া ৮ম শ্রেণী পড়–য়া স্কুল ছাত্রী নুর আজনিনা নিহা (১৪) কে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরপ্রতি জোর দাবী জানানো হয়।
সম্প্রতি পাবনায় সুবর্ণা নদী নামের একজন নারী সংবাদকর্মী হত্যার ঘটনা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়। এছাড়া সভায় নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বক্তব্য রাখেন , নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, সদস্য শাখাওয়াত উল্লাহ ও সদস্য সুমন মুখার্জী।
প্রসঙ্গত,ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের “ সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরাতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিউজ নেটওয়ার্ক আগামী তিন বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার রক্ষায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সব ধর্মের ধর্মীয় নেতা, এনজিও ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে। নিউজ নেটওয়ার্ক বাংলাদেশে মোট ৮টি জেলায় এই প্রকল্পের আওতায় কাজ করছে। খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা ও যশোর জেলাতে উক্ত প্রকল্পের কার্যক্রম চলছে।
সূতঃভয়েস অফ সাতক্ষীরা ডটকম।