মো: আজিজুল ইসলাম(ইমরান):সাতক্ষীরায় পঁচা ইলিশ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা ও প্রায় ৪০কেজি পঁচা ইলিশ মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ম্যাজিষ্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে সাতক্ষীরার মিল বাজার ও বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনার করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট স্বজল মোল্লা। এই সময় পঁচা মাছ বিক্রির দায়ে সাতক্ষীরার মিল বাজারে সদরের কাঠিয়া এলাকার সোভন মোড়লের পুত্র মাছ ব্যবসায়ী মিলন মোড়লকে ৩০০০ টাকা এবং বড় বাজারে গড়ের কান্দা এলাকার মোসলেম মোল্লার পুত্র জামাত আলী কে ১০০০ টাকা জরিমানা করে। তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি পঁচা ইলিশ মাছ পাওয়া যায়। পরবর্তীতে এই মাছ গুলোতে কেরসিন মিশিয়ে মাটিতে পুতে ফেলা হয়। একই সাথে সাথে সব মাছ কিক্রেতাকে পঁচা মাছ যাতে বিক্রি না করে সে ব্যপারে সতর্ক করা হয়। এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বাজারে আসা মাছ ক্রেতারা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে পঁচা মাছের গায়ে খাওয়ার সোডা ও লবন লাগিয়ে পঁচা মাছ বিক্রি করে আসছিল। জেলা প্রশাসনের এই ধরনের উদ্যেগকে আমরা স্বাগত জানাই। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আমরা এই অভিযান পরিচালনা করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যৎতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন, পেসকার প্রনব কুমার সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রাশেদুল হক,সহকারী উপজেলা মৎস কর্মকর্তা লুৎফর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল গফুর।
২৭/৮/১৯





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন