♣♣♣♣
সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা,সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।

গতকাল ও আজ সাতক্ষীরায় সড়ক দূর্ঘনায় ২ জন পথ চারী নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে সাতক্ষীরা বিআরটিএ।সে উপলক্ষে বৃহস্পতিবার মোটরযানের উপর পৃথক দু’টি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩টি মামলার বিপরীতে ১৫ হাজার টাকা জরিমানাসহ মোটরযানের আইন ভঙ্গের কারনে ২ ব্যক্তির ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

সাজাপ্রাপ্তরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত হানেফ গাজীর ছেলে আব্দুস ছাত্তার ও একই এলাকার মধ্যকুল গ্রামের জোহর আলী গাজীর ছেলে মোঃ আলমগীর হোসেন।
বৃহস্পতিবার সকালে শহরের বাঁকাল ও বিকালে বিনেরপোতা এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি চালক, যাত্রি ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করাসহ লিফলেট বিতারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের বাকাঁল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আরিফ আদনান, শাম্মি আক্তার এবং বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ আমির হোসেনসহ সঙ্গীয় পুলিশের ফোর্সের উপস্থিতিতে মোবাইল কোর্টে মোটরযান আইনের ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে ৫ টি মামলারর বিপরীতে ৬ হাজার টাকা আদায় করা হয়।

অন্যদিকে একইদিন বিকালে শহরের বিনেরপোতা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজল মোল্ল্যা ও বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ মোটরযান আইনের ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে মোট ৮টি মামলার বিপরীতে ৯ হাজার টাকা জরিমানাসহ ১৯৮৩ এর ১৩৮ ধারা ভঙ্গের কারনে আব্দুস ছাত্তার ও ১৫২ ধারা ভঙ্গের জন্য মোঃ আলমগীর হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজল মোল্ল্যার আদালতে তিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বিআরটিএ সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ও বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজল মোল্লা,আরিফ আদনান, শাম্মি আক্তার ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ আমির হোসেনসহ সঙ্গীয় পুলিশের ফোর্সের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এতে ১৩টি মামলার বিপরীতে ১৫ হাজার টাকা জরিমানা আদায়সহ দুই ব্যক্তির তিন দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন এ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন