মাহফিজুল ইসলাম আককাজ: ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি- ও ২০’র আগে গর্ভধারণ নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৯ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক রওশন আরা জামান’র সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মমতাজ আহমেদ বাপ্পি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা, মো. মুজিবর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম,   সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আক্তার হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক বিপাশা বিশ^াস, ডা. কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ক্লিনিক  ডা. লিপিকা বিশ্বাস, ঝাউডাঙ্গা কমিউনিটি উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. তপন কুমার, দেবহাটা উপজেলার পরিবার কর‌্যাণ পরিদর্শিকা গুলশান আরা বেগম, আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল্ল্যাহ আল কাফী, বিআরডিপি সদরের উপ-পরিচালক আব্দুল আলিম, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল হোসেন, এফ.ডব্লু.এ’র কলারোয়া উপজেলার জেসমিন সুলতানা প্রমুখ।

 

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গর্ভবতী মা ও শিশুদের কল্যাণে আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এ সপ্তাহ চলাকালীন স্কুল ভিত্তিক কিশোর কিশোরী কাউন্সিলিং উঠান বৈঠক, মা সমাবেশ ও মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচার চলবে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন