সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনা বৃদ্ধি মূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 185 দর্শন

 

সিটিজেন জার্নালিষ্ট : সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই শ্লোগানে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনা বৃদ্ধি মূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকালে বি,আর,টি,এ, আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এস মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব মো:সাজ্জাদুর রহমান,বিআরটিএ’র খুলনা বিভাগীয় ডেপুটি ডাইরেক্টর মো:জিয়াউর রহমান, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, বি আর টি এ কর্মকর্তা নাছিরুল আরিফিন, প্রমুখ।সভায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিআরটিএ’র মটরযান পরিদর্শক আমির হোসেন,অফিস সহকারী রুস্তম আলী,অফিস সহকারী নাসির উদ্দিন প্রমূখ।অনুষ্ঠানে শতাধিক গাড়িচালক প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহণ করেন।প্রশিক্ষনে প্রজেক্টরের মাধ্যমে রাস্তায় যান চলাচলের বিভিন্ন সিগ্নাল লাইট,পার্কিং লাইটের সিগন্যাল সহ যান চলাচলের সঠিক নিয়ম কানন সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন বিআরটিএ’র ডিডি জিয়াউর রহমান।অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থী ড্রাইভারদের হাতে দুুপুরের প্যাকেট ল্যান্স তুলে দেওয়া হয়।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন