ইব্রাহিম খলিল :প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় ‘এটোরভাসটাটিন’র ব্যবহার বিধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা শাখার ব্যবস্থাপনায় ও এস.কে.এফ ফার্মাসিউটিক্যাল লি. এর সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পপাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ। সেমিনারে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, সাংবাদিক ড. দিলিপ কুমার দেব, এসকেএফ প্রতিনিধি মো. সানাউল্লাহ খান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাদিউজ্জামান, প্রাক্তণ ব্যাংক কর্মকতা আলহাজ্ব শেখ আজিজুল হক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি কাজী মনিরুজ্জামান মুকুল, সহ সম্পাদক মো. আব্দুর রহমানসহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান।