শেখ ফারুক : দীর্ঘদিনের বাল্য বন্ধুদের আড্ডা, আনন্দ উল্লাস ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বন্ধনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুধবার (১৪ আগস্ট) রাতে শহরের কামালনগর লেকভিউ ক্যাফে এন্ড
রেস্টুরেন্টে বন্ধনের আয়োজনে এবং বন্ধনের সদস্য ঢাকা ভার্সিটির প্রফেসর মো. মহিউদ্দিনের সার্বিক সহযোগিতায় বন্ধনের সদস্য সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি শেখ আব্দুল কাইয়ুম আজাদ।
এসময় বন্ধনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিটিসিএল’র সাবেক প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম,
সাপ্তাহিক সুর্যের আলো’র সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সচিব মতলুবার রহমান, আয়কর উপদেষ্টা এ্যাড. আব্দুল মোনায়েম খান চৌধুরী, প্রাক্তণ প্রধান শিক্ষক আকচির আহমেদ, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী এস.এম শওকত
হোসেন, ব্যবসায়ী নুর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ওয়াছেক উদ্দিন, প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, কণ্ঠশিল্পী মনজুরুল হক, প্রধান শিক্ষক এস.এম
আব্দুস সাত্তার, শিল্পী নাদিরা বেগম, বিশিষ্ট হস্তবিশারদ আনারুল ইসলাম পাম্পু, রাজনীতিবিদ বাবলু চৌধুরী, বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আশরাফ উদ্দিন, সাবেক ক্রীড়া কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে নৈশভোজে অংশ নেয়।