নিজস্ব প্রতিনিধিঃ
‘ জয় হোক জয় হোক সবখানে চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, বাংলাদেশের সকল জেলার মধ্যে ক্রীড়াঙ্গণে সাতক্ষীরা জেলা দ্বিতীয়। বাংলাদেশ যুব গেমস্ এ সাতক্ষীরা জেলার খেলোয়াড়রা ভাল খেলা উপহার দিয়ে বিজয়ী হয়ে জেলার সুনাম ধরে রাখবে। ভালভাবে প্রশিক্ষণ নিয়ে এবং জয়ের লক্ষ্য নিয়ে খেলতে হবে। ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.এক.এম আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, ভলিবল সম্পাদক মো. রুহুল আমিন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কামরুজ্জামান কাজী, হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ ক্রীড়াপ্রেমীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।
উল্লেখ্য যে, ১৮ ডিসেম্বর সোমবার থেকে ১৮ মার্চ ২০১৮ পর্যন্ত চলবে। বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধনী দিনে ১৮ ও ১৯ ডিসেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল খেলা । ২০ ডিসেম্বর -২০১৭ কাবাডি, ২১ ডিসেম্বর এ্যাথলেটিকস্, ২২ ডিসেম্বর দাবা ও টেবিল টেনিস, ২৩ ডিসেম্বর কুস্তি ও ২৪ ডিসেম্বর তায়কোয়ানডো।
সূত্রঃ (ডেইলি সাতক্ষীরা ডটকম)