নিজস্ব প্রতিনিধি: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক যুবদল নেতা নান্টা ও জামাতের মহিলাকর্মীসহ ৯জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার দুপুরে রইচপুর এলাকার জামাত নেতা মাও. আবু জাহের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত ঠা-া মন্ডলের ছেলে আবুল খায়ের, রইচপুর এলাকার মৃত ইয়াছিন আলীর সরদারের ছেলে মাও. আবু জাহের তার স্ত্রী সাজেদা খাতুন, একই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী সফুরা খাতুন, ওয়ারিয়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী নাজমা খাতুন, ঝাউডাঙ্গা মাদ্রাসার পাশে গোলাম মোস্তফার স্ত্রী শুকতারা, পুরাতন সাতক্ষীরা এলাকার রিজাউল হকের পুত্র আমান হত্যা মামলার আসামী ও যুবদলের সাবেক নেতা আইনুল ইসলাম নান্টা, ঝিটকী গ্রামের ছলেমান মালীর ছেলে নুর ইসলাম, আশাশুনির বাকড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাফিজুর রহমান। এসময় ঘটনাস্থল থেকে জিহাদী বই ও বাঁশের লাঠি সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আটকের বিষয়ে সদর থানা পুলিশ জানান, ওসি মোস্তাফিজুর রহমান ও ওসি (তদন্ত) মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই প্রদীপ রায়, এসআই শ্যামা প্রসাদ, এস আই নুর আলম খান, এসআই মো. বিল্লাল হোসেন শেখ, এএস আই সাইফুল মৃধারসহ একটি টীম গোপন সংবাদ পান উল্লেখিত ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়েছে। এ সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এঘটনায় সদর থানা এসআই প্রদীপ রায় বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং ৫১। আটককৃতদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্রঃ পত্রদূত নেট।