সিটিজেন জার্নালিস্ট:
সাতক্ষীরা জেলায় প্রথম বারের মত অনুষ্ঠিত ‘বিশ্ব ইজতেমা ২০১৮’ উপলক্ষে ইজতেমায় আগত সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লীদের স্বাগত জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি দেশের বাইরে জার্মানে অনুষ্ঠিত জার্মান পার্লামেন্টারী সিডিইউ এর উদ্যোগে বাংলাদেশ ও বহি-বিশ্ব সম্পর্কিত আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনারে থাকায় বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। তিনি দেশের বাহিরে থাকায় মুসল্লীদের স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। শনিবার সকাল থেকে শহরের বাঁকাল এলাকায় তিনদিন ব্যাপি এ বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ ও আকীদাকে অনুসরণের পাশাপাশি প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লীদের অংশগ্রহণ এক মহতী মিলনমেলা। ইজতেমা ইসলামের সুমহান আদর্শ জানা, বুঝা ও আমলের পথ সুগম করে। বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা হতে ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যায়, যা ইসলামের প্রকৃত মর্মার্থ অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে এমপি রবি বলেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জানান। বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে যাতে সঠিক পথে চলার তৌফিক দান করে সে প্রার্থনা করেন তিনি। বিশ্ব ইজতেমার এ মহান ধর্মীয় সমাবেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি বিশ্ব ইজতেমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং সাতক্ষীরা জেলাসহ দেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।