সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দিপনায় ও আনন্দ ঘন পরিবেশে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে দিন ব্যাপী বিজয় ফুল উৎসব ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই লক্ষ্যে জেলার সকল প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের জেলার বিভিন্ন উপজেলা বিজয়ীদের অংশ গ্রহনে জাতীয় ফুল শাপলা তৈরী, কবিতা আবৃত্তি, রচনা চিত্রাংকন প্রতিযোগিতা, একক অভিনয়, গল্প বলা, দেশত্ত্ববোধক গান, জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর জনাব শাহ্ আব্দুল সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তিনি পুরুস্কার বিতরন কালে বলেন বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এই বিজয় ফুলের আলোকিত উৎসব সরকারের উদ্যোগে হচ্ছে। বিজয়ফুল মানে আমাদের দেশের স্বাধীনতা আমাদের সোনার বাংলা গড়ার প্রেরণা। একদিন একটি ফুলের জন্য বাঙ্গালীরা যুদ্ধ করেছিল। এমন একটি ফুল তৈরী করতে যাহা ২০৪১ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করবে। বিজয় ফুল মানে স্বাধীনতার ইতিহাস স্বরন রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সঞ্জয় কুমার দাশ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক নাছরিন খান লিপি, সাংবাদিক বরুণ ব্যানার্জী, ঈশিকা আব্দুল জলিল, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।