আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপ‌জেলা সমাজ‌সেবা কার্যালয় এর ভিক্ষুক পুনর্বাস‌নে বিকল্প কর্মসংস্থান প্রক‌ল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউ‌নিয়‌নে একজন প্রতিবন্ধী ভিক্ষুক‌কে ব‌্যাটারীচা‌লিত ভ‌্যান এবং আগরদা‌ড়ি ইউ‌নিয়‌নের দুইজন ভিক্ষুক‌কে দোকান তৈরীসহ সকল মালামাল ক্রয় ক‌রে দেওয়া হয়। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফা‌তেমা তুজ- জোহরা ও সাতক্ষীরা জেলা সমাজ সেবার সহকা‌রি প‌রিচালক মোঃ রোকনুজ্জামান উপ‌স্থিত থে‌কে নিজ হা‌তে এ‌টি সু‌বিধা‌ভোগী‌দের হা‌তে তু‌লে দেন।

সরকা‌রের এ মহ‌তি কর্মসূচী বাস্তবায়‌নে নি‌জে‌কে সম্পৃক্ত থাকা এ এক অন‌্য রকম অনুভু‌তি। মান‌বিক সকল কা‌জে সহ‌যো‌গিতা করার জন‌্য উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র, সদর, সাতক্ষীরা এর দুয়ার সার্বক্ষ‌নিক খোলা । আগামীতে এধরনের কার্যক্রম আরো প্রসার করে এধরনের পরিবারের সার্বিকভাবে সাহায্য অব‍্যাহত রাখার প্রত‍্যয় ব‍্যাক্ত করেন কর্মকর্তা বৃন্দ। এ সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপ‌জেলা শিক্ষা কর্মকর্তাসহ উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন স্ত‌রের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন