জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সূর্যের হাসি ক্লিনিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন শাফায়াত।

এসময় তিনি বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৩ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ১৭ হাজার ১শ ৬৪ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খায়ানো হবে।’

এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল স্পেশালিস্ট ডা. সাবেরা সুলতানা, মেডিকেল স্পেশালিস্ট ডা. মুহম্মদ মাসুদুর রশীদ, ক্লিনিক ম্যানেজার মফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদিশ চন্দ্র, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মিজানুর রহমান, সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুভারভাইজার ইবাদুল ইসলাম প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন