মাহফিজুল ইসলাম আককাজ: ‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহাসিক মহান মে দিবস ২০১৯ ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘সাতক্ষীরা জেলা শ্রমিক লীগ একটি শক্তিশালী ঐক্যবদ্ধ সংগঠন। আমি যতদিন বেঁচে আছি ততদিন সাধারণ জনগণ ও শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাবো।শ্রমিকদের পক্ষে আমার অবস্থান সব সময় আছে এবং থাকবে। শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। কিছু জামাত পরিবার ও রাজাকার পরিবারের সন্তানদের কারণে সাতক্ষীরার উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে ঐ কুচক্রীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি এড. শেখ তামিম আহম্মেদ সোহাগ, বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, এ্যাড. রফিকুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ইটাগাছা ভি.আই.পি ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, নারকেলতলা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, পানি উন্নয়ন বোর্ড সিবিএ’র নাজমুল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন