সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 191 দর্শন

 

সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের চায়না বাংলা কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলি¬কের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজা রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়েত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সজীব খান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ম-ল, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশানের মাইগ্রান্ট প্রটেকশান এ- এসিসট্যান্ট এর প্রধান উজিন পার্ক প্রমুখ।

সভা শুরুতেই রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলি¬ক বলেন, ১৯৮০ সাল থেকে তার সংগঠণ পাচার হওয়া ভিকটিমদের উদ্ধার, তাদের চিকিৎসা ও পূর্ণবাসন নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও তাদের অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, ভিকটিমদের আইন সহায়তার কাজ ও করে যাচ্ছে। এ সব কাজের জন্য গত এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩০ মাসের জন্য সাতক্ষীরার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নে একটি প্রকল্প হাতে নিয়েছেন। এ সময় তিনি রাইটস যশোরের কর্মপরিধি তুলে ধরেন। সরকারি ও বেসরকারিভাবে এ প্রকল্পকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য সকলের মতামত জানতে চান তিনি।

পরে উন্মুক্ত আলোচনা সভায় সরকারিভাবে তারা পাচার হওয়া ভিকটিমদের কিভাবে সহায়তা দেওয়া হয় তা তুলে ধরেন। এবং একইভাবে এ প্রকল্প বাস্তবায়নে যশোর রাইটসকে সহযোগিতা করার ব্যাপারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এছাড়া সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজা রশিদ, সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়েত, অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খান, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ম-ল, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সরকারিভাবে পাচার হওয়া ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও ক্ষেত্রবিশেষ যে কোন বয়সের ভিকটিমদের জন্য সকল সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে নিজ নিজ প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন