মাহফিজুল ইসলাম আককাজ : বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র সন্তান শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও দোয়া অনুষ্ঠান এবং কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের আয়োজনে পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশরী শেখ তহিদুর রহমান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ডা. রেজা, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সদস্য শেখ মাহফুজুর রহমান, মীর হাবিবুর রহমান বিটু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. আসাদুজ্জামান, হামিদা খাতুন, রাজমিতা, প্রসেনজিৎ, শারমিন, কাইয়ুম, কামরুজ্জামান, শুভেন্দু প্রমুখ। আলোচনা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের পর বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র সন্তান শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন