মফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র আয়োজনে মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন’র সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা মো. মফিজুর রহমান।
গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে দর্শক কাতারে বসে অনুষ্ঠান উপভোগ করেন এবং মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন এছাড়াও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম এ এম আব্দুল ওয়াহেদ, গুণীজন সংবর্ধনা-২০২২ উদযাপন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের দপ্তর শেখ হারুন উর রশিদ, গুণীজন সংবর্ধনা-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, এ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ প্রমুখ। গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে ১০ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন- মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, অধ্যাপক মুনতাসীর মামুন, মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর, স.ম আলাউদ্দিন এমপিও মরণোত্তর, অধ্যাপক ডা. এস.এম আব্দুল ওহাব, খায়রুল বাসার, মঞ্জুর হাসান মিন্টু মরণোত্তর, সুনীল ব্যানার্জী মরণোত্তর, রওশন আরা খানম মরণোত্তর, নিলুফার ইয়াসমিন মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। শেষে মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র উদ্যোগে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে মুক্তবার্তা’র মোড়ক উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমানউল্লাহ কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম রাবিয়ান’র সদস্য সচিব সাতক্ষীরার হাবীব সালাম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন