আবু বক্কার: মুজিব বর্ষ ২০২০ উপলক্ষ্যে সাধারন জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে চেনো” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে কুইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের ডিডি মোঃ হুসাইন শওকাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার শাম্মি আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সন্দিপ কুমার।

প্রধান অতিথি বলেন বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙ্গালিরা যুদ্ধ করে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিল। সেই মহান নেতার সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে হবে। সাতক্ষীরা কে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরায় গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করতে হবে। এসময় সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন