আবু বকর: সারা দেশের ন্যায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ও ভাব গাম্ভীর্যের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদ। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই দিনে মানুষ সকল পুরাতনকে ভুলে যায়। ঈদের নামাজের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে ওঠে সম্প্রীতির আর ভ্রাত্বের বন্ধন। ধর্মপ্রাণ মুসলমানরা বেশ আগে থেকে ঈদগাহ ও মসজিদে প্রবেশ করে। ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে।এবার আবহাওয়া অনুকুলে না থাকায় অধিকাংশ ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে যে এলাকায় ঈদগাহ নেই সেখানে ইদের নামাজ মসজিদে আদায় করেছে মুসল্লিরা। সাতক্ষীরা মুনজিত পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত সকাল ৭.৩০ মিঃ অনুষ্ঠিত হয়।উক্ত ঈদুল ফিতরের জামাতে সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল অংশ গ্রহণ করেন।

এ ছাড়া কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায়, পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে সকাল ৮টা, শহরের মেহেদীবাগ মাসজিদে কুবা জামে মসজিদে সকাল ৭.৪৫ মি:, বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদে সকাল ৭.৪৫ মিঃ, নারকেলতলা বীজ ভবন চত্বর সকাল ৮.৩০ মি:, মধুমোল্লার ডাঙ্গী জামে মসজিদ সকাল ৮টা, সুলতানপুর ক্লাব মাঠ ঈদগাহ সকাল ৮টা, দক্ষিণ সুলতানপুর জামে মসজিদ সকাল ৭.৩০ মিঃ, সুলতানপুর সরদার পাড়া বাদশা ফয়সাল জামে মসজিদ, সুলতানপুর ওমর ফারুক জামে মসজিদ, রসুলপুর সরকারী গোরস্থানে বাইতুল ফালাহ জামে শহরের ইটাগাছা দৌলতপুর পশ্চিম পাড়া জামে মসজিদে ও সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদীছের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন