সাতক্ষীরা জেলার সদর থানাধীন এলাকা হতে ৬৪ বোতল ফেনসিডিল এবং ০২ কেজি গাঁজাসহ ০১ জন ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে র‌্যাবের মহাপরিচালক ড.বেনজীর আহমেদ বিপিএম (বার)এঁর দিক নির্দেশনা মোতাবেক দেশ ব্যাপী র‌্যাব মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৭/১১/১৯ তারিখ আনুমানিক ২১.৩০ ঘটিকায় এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন গোবিন্দকাঠী গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থাগ্রহণের উদ্দেশ্যে সাতক্ষীরা সদর থানাধীন গোবিন্দকাঠী গ্রামস্থ্য রাজা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌছালে কতিপয় ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘেরাও পূর্বক আসামী মোঃ আইয়ুব হোসেন (৩২) পিতা-মোঃ তালেব মোড়ল সাং-মঙ্গলকোট থানা-কেশবপুর জেলা-যশোরকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে ৬৪ বোতল ফেনসিডিল এবং ০২ কেজি গাঁজা উদ্ধার করা করেছেন।

বিঞ্জপ্তিতে আরো জানানো হয়,ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে সে দীর্ঘদিন যাবত গাঁজা ও ফেনসিডিল ক্রয় ও বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন