সাতক্ষীরা হতে গাঁজা ও ইয়াবাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকশ টিম।
র্যাব জানায়, ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ র্যাব-৬ (সাতক্ষীরা কোম্পানি) এর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা বিনেরপোতা মাছ বাজার এলাকায় টহল ডিউটি করাকালীন ২১.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন সরুলীয়া ইউনিয়নের বাইগুনি এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন সরুলীয়া ইউনিয়নের বাইগুনি গ্রামস্থ এন.এস এ্যালুমিনিয়ামের সামনে সাতক্ষীরা টু খুলনা মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচারনা করে আসামী কামরুল ইসলাম (৩২), পিতা- মৃত. আনসার আলী সরদার, মাতা- জহুরা বেগম, সাং- তৈলকুপি, ওয়ার্ড নং-০৭, ইউনিয়নঃ সরুলীয়া, থানাঃ পাটকেলঘাটা, জেলাঃ সাতক্ষীরাকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) কেজি গাঁজা, মোবাইল-০১ টি এবং সিমকার্ড-০২ টি উদ্ধার পূর্বক জব্দ করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।