সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান ও পাইপগান), ৬টি কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ একজন আটক হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার ক্যাম্পের একটি চৌকষ দল গোপন সংবাদের মাধ্যমে অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরার রসুলপুর এলাকার আলাউদ্দীনের ছেলে মো: আলিফ খান (২৩)কে আটক করেন।

র‌্যাব -৬ খুলনা সদর দপ্তরের মিডিয়া সেল  জানায়, সাতক্ষীরা জেলার সদর থানাধীন রসুলপুর খাঁ পাড়াস্থ পৌর ৯নং ওয়ার্ডের জনৈক আলাউদ্দিন খানের বসত বাড়িতে প্রচুর পরিমানে মাদক রয়েছে-এমন সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে মো: আলিফ খানকে আটক করা হয়। এসময় তার হেফজতে থাকা ২টি ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র), ১টি পাইপ গান (আগ্নেয়াস্ত্র), ১২ বোর শর্ট গানের ৬ রাউন্ড কার্তুজ, ২টি লোহার তৈরী চাপাতি, ২টি হাসুয়া, প্লাস্টিকের হাতল যুক্ত ২টি চাকু উদ্ধার হয়। পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব আরো জানায়,এবিষয়ে সাতক্ষীরা থানায় মামলা রুজু পুর্বক  আটককৃত আসামীকে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। যার মামলা নং-০৪, তারিখ ০৩-১১-২০২১, ধারা: দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ সনের ১৯অ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন