সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩৫৮ বোতল উইন কোরেক্স সহ আটক-০২

দ্বারা zime
০ মন্তব্য 675 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা সীমান্ত থেকে ৩শ ৫৮ বোতল ফেন্সিডিলের বিকল্প মাদক উইনসরেক্স’সহ (Wincerex) দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৬। আজ শুক্রবার (১১ জুলাই) ভোরে সদরের ভোমরা সীমান্তের হাড়দ্দা মাঝের পাড়া এলাকায় এ’আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ওই এলাকার নাজিম সরদারের ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু (৩০) ও মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে আব্দুল কাদের (২৫)। র‌্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোমরা সীমান্তের হাড়দ্দহা মাঝের পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি ভারত থেকে চোরাপথে আনা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করাহয়। অভিযানের প্রথমে শরিফুল ইসলাম ওরফে কালু ও আব্দুল কাদেরকে আটক করাহয়। তাদের স্বীকারোক্তি ও তাদের দেখানো মতে একই এলাকার অপর মাদক চোরাকারবারি গফ্ফার হোসেনের ছেলে রকিব হোসেনের একতলা বসতঘরের সিড়ির নিচ থেকে ৩৫৮ উইনসরেক্স নামক ভারতীয় মাদক উদ্ধার করাহয়। এসময় রকিব হোসেন’কে আটককরা যায়নি।
জব্দকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন