সাতক্ষীরা জেলার তালা থানাধীন মাগুরা এলাকায় র্যাবের অভিযানে জাল টাকার নোটসহ মোঃ আতাউর রহমান (৪৯) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ৫ এপ্রিল র্যাব ৬’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব ৬ সুত্র জানায়, র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প)’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার তালা থানাধীন মাগুরা ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় জালনোট তৈরীর সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য ওই এলাকার মৃত জব্বার সরদারের ছেলে মোঃ আতাউর রহমান (৪৯) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ হাজার জাল নোট জব্দ করে র্যাব।