মাহফিজুল ইসলাম আককাজ: ‘সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ০৯টায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র প্রধান শিক্ষক রেশমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রবিউল ইসলাম।
জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র শিক্ষক শাহিদা খাতুন, চায়না খাতুন, তানিয়া খাতুন, পারভীন সুলতানা, আম্বিয়া খাতুন, রেবেকা খাতুন প্রমুখ। বিকালে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শামীম আখতার।