বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজিত জেলা পর্যায়ে শিল্পের শহর কর্মসূচীর অনুষ্ঠিত হয়েছে। শিল্পের শহর সাতক্ষীরা উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক মোঃ বদিউজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, (এনডিসি) দেওয়ান আকরামুল হক, সহকারী কমিশনার আজহার আলী, মুর্শিদা আক্তার, ইন্দ্রজিৎ সাহা, লিখন ব্যানার্জী, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহিদুর রহমান, সহ জেলা শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় শিল্পীদের উদ্যোগে পঠগান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত, ভাওয়াই গান, পল্লীগিতি, ও জারিগান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন