জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা সাফানা ফারদিন দিঘী দ্বিতীয় হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা সাতক্ষীরা শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবৃত্তির পূর্বনির্ধারিত বিষয় ছিলো কবি তপন বাগচির লেখা “ জম্মদিনের শুভেচ্ছা ”।

খুদে আবৃত্তিকার দিঘী সাতক্ষীরার ঐতিহ্যবাহী “বর্ণমালা একাডেমির” নিয়মিত শিক্ষার্থী এবং সাতক্ষীরা কিন্ডার গার্টেন-এর প্রথম শ্রেণীর ছাত্রী।

প্রতিযোগিতা শেষে পুরস্কার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা “আমাদের ছোট রাসেল সোনা” এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু-গ্রন্থমালা ২১” বই দুটি খুদে আবৃত্তিকার দিঘীর হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু।

বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যাপক কবি শুভ্র আহদেম ও ফারুকুজ্জামান ডেভিট ।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,এটিএন বাংলা নিজস্ব প্রতিনিধি, ভয়েস অব সাতক্ষীরা ডটকম সম্পাদক এম কামরুজ্জামান ও ছফুরনেছা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা সুলতানা লিপির কন্যা দিঘী এর আগেও একাধিক প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। সে সকলের দোয়া প্রার্থী।
###





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন