সাতক্ষীরায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 572 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের কুয়াশা মাখা সকালে সাতক্ষীরায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিনামূল্যের নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।


এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানাজী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ। এসময় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলায় প্রাথমিক স্তরে ২ লক্ষ ৮৮৩ ছাত্র/ছাত্রীদের মাঝে ১০ লক্ষ ৩৩হাজার ৫৫৮টি বই বিতরণ করা হবে। কোমলমতি শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে নতুন বইয়ের মৌ-মৌ-গন্ধে মেতে ওঠে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন