পুলিশের তৎপরতায় সাতক্ষীরায় হরতাল ডেকে মাঠে নামেননি বিএনপি-জামায়াত

দ্বারা zime
০ মন্তব্য 184 দর্শন

 

বিএনপি-জামায়াত সহ কয়েকটি দলের আহবানে সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের তেমন কোন প্রভাব পড়েনি সাতক্ষীরায়। সকাল থেকে মাঠে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বিএনপি জামায়াতসহ হরতাল আহবানকারী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেখা মেলেনি।
সকাল থেকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমবেত হয়। বেলা সাড়ে ১০টার দিকে সেখান থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ করে।তবে রাস্তায় দিনভোর পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। মোড়ে মোড়ে টহল পুলিশ, সাদা পোষাকে ডিবি পুলিশকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোহড়া দিতে দেখা যায়।জেলা পুলিশের বিশ্বস্ত সুত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সজীব খানের তত্বাবধানে জেলার সকল সার্কেল গণ, জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ গণ, বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখা একযোগে নিরবিচ্ছিন্ন ভাবে টহল জোরদার করায় কেউ ভয়ে রাস্তায় নেমে অরাজকতা করার সাহস পায়নি।

এরআগে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হকের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ডা. মুনসুর আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স ম গোলাম মোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক শিমুন শামস, স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, নাজমুন নাহার মুন্নি, কোহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শহরের সঙ্গীতা মোড়ে জেলা আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি হত্যার খেলায় মেতে উঠেছে। সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। পুলিশ হত্যা, সরকারী স্থাপনায় হামলাসহ অগ্নি সসন্ত্রাস শুরু করেছে। সময় এসেছে তাদের দাত ভাঙ্গা জবাব দিতে। নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে রাজপথে থেকে সকল অপশক্তি মোকাবেলা করার এবং আগামী নির্বাচনে পুনরায় নৌকাকে বিজয়ী করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার আহবান জানান।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন