★★★★সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা জেলার বাঁশদহা-বৈকারী-ঘোনা-কাথন্ডা -কাকডাঙ্গা-খানজি-ভোমরা সহ অন্যান্য সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটকের পর তা ধ্বংস করা হয়েছে আজ। যার আনুমানিক মূল্য ১৩ কোটি ৫ লাখ টাকা।

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ’র সাতক্ষীরাস্থ ৩৮ ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে মাড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।মাদকের গুলো ধ্বংস করার আগে মাদকের বোতল দিয়ে খোলা মাঠে লেখা হয়, “মাদক কে না বলুন”।দৃষ্টি নন্দন লেখাটি জনসচেতনা বৃদ্ধি করতে সক্ষম হবে বলে জানিয়েছেন বিজিবি কতৃপক্ষ।

মাদক দ্রব্য ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন, বিজিবি’র দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান এবং বিজিবি পুলিশ জেলা প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা।

বিজিবি জানায়, ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ২০১৮ সালের ৫ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার বোতল ফেনসিডিল, ১ কোটি সাড়ে ২২ লাখ নেশা জাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মদ ও গাঁজা আটকের পর তা ধ্বংস করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন