সাতক্ষীরায় মুনসুর রহমান (৪৫)নামে এক মাদক ব্যবসায়ী ও ১৪ মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলিতে মুনসুর রহমান নিহত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরতলীর বাকাল ইসলামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মুনসুর রহমান শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার নামে ১৪টি মাদক মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান আপডেট সাতক্ষীরা কে জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনতে পান এলাকা বাসী। পরে একালার মানুষ থানায় ফোন দিয়ে বল্লে বিষয়টি জানতে পারে পুলিশ। পরে সাতক্ষীরা সদর থানার এসআই নূর আলম ঘটনাস্থলে পৌঁছে মুনসুর রহমানের লাশ পড়ে থাকতে দেখেন।এ সময় সেখান থেকে একটি ওয়ান শ্যুটার গানও উদ্ধার করেন এস আই নূর আলম। ওসি আরো জানান, লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত যানা যাবে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  আপডেট সাতক্ষীরা ডটকম কে বলেন,  এঘটনায় সাতক্ষীরা সদর থানায় পুলিশ বাদি হয়ে পৃথক তিনটি মামলা  দায়ের করেছেন। যেহেতু লাশের পাস থেকে অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে সেহেতু পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা, একটি অস্ত্র আইনে মামলা ও একটি হত্যা মামলা দায়ের করেছে।   





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন