মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় অলিম্পিয়াড এর সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আজকের নতুন প্রজন্ম তুখোড় ও মেধাশীল। বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এক সময় আমাদের বাংলাদেশকে নিয়ে যারা ব্যাঙ্গ করতো অনেক দেশ। ডিজিটাল বাংলাদেশ তৈরী করে জননেত্রী শেখ হাসিনা বিশ^কে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। আগামী দিনে সাতক্ষীরার সন্তানেরা দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। আজকের এই নতুন প্রজন্মকে যুযোপযোগি শিক্ষা ও বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, নবজীবন ইনস্টিটিটিউটের অধক্ষ শেখ রফিকুল ইসলাম, সীমান্ত কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় অলিম্পিয়াড এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।